Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

১। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রংপুর জোন) প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও ষ্টেশন (আর-৫৮৭) সড়কের (চৌরাস্তা হতে রেল ষ্টেশন পর্যন্ত) ৪.৫০ কিলোমিটার সড়ক ডিভাইডারসহ ৪ (চার) লেনে উন্নীতকরন। টাঙ্গন ও শুক সেতুর পার্শ্বে ২টি সেতু নির্মাণ।

 

২। জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ (রংপুর জোন) প্রকল্পের আওতায়

  • ঠাকুরগাঁও-পীরগঞ্জ (জেড-৫০৫৫) সড়কে ২২.৩৫০ কিমি এর মধ্যে ১৭.৬২ কিলোমিটার ১২ ফুট হতে ১৮ ফুটে প্রশস্তকরণ।

 

  • রানীসংকৈল-হরিপুর(জেড-৫০০৪)সড়কে ১৮.৩৯০ কিলোমিটার ১২ ফুট হতে ১৮ ফুটে মজবুতীকরণ ও প্রশস্তকরণ।
  • ঠাকুরগাঁও-বালয়িাডাঙ্গী-নেকমরদ-রাণীসংকৈল-পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে ৫৪.০০ কিলোমিটার এর মধ্যে ৩.৭৮৬ কিলোমিটার (জেড- ৫০০২) (মশালডাঙ্গী অংশ) ১২ ফুট হতে ১৮ ফুটে মজবুতীকরণ ও প্রশস্তকরণ।

৩। ঠাকুরগাঁও পুরাতন বাসষ্ট্যান্ড - রেলেওয়ে স্টেশন (আর-৫৮৭) ৬.৩৫০ কিলোমিটার আঞ্চলকি মহাসড়কের পুরাতন বাসষ্ট্যান্ড হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত সড়ক বাতি স্থাপন।

 

৪। নেকমরদ -ধর্মগড় সড়কে (জেড-৫০২৯) শান্তিপুর ললতই ভাটা ব্রীজ (২৫.৭৪ মিটার) নির্মাণ।

 

৫। ঠাকুরগাঁও-রুহিয়া-আটোয়ারী সড়কে (জেড-৫০৫৯) পিএমপি ব্রীজ/কালর্ভাট এর আওতায় ০৫টি কালর্ভাট পুন:নির্মাণ।